তৈরী করুন আপনার ফ্রি ব্লগার ওয়েব সাইট । A To Z পর্ব-১
সবাইকে আসসালামু আলাইকুম,আশা করি সকলেই ভালো আছেন।
Blogger Tutorial Part 1 |
অনলাইন থেকে ইনকাম করার অনেক প্লাটফর্ম রয়েছে তাদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে :-
১. আপওয়ার্ক
২. ফ্রীলান্সার
৩. ইউটিউব
৪. ফেসবুক
৫. ব্লগার
আরও অনেক সাইট আছে যে গুলার মাধ্যমে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আমি সবগুলা সাইট নিয়ে আলোচনা করবো না । আমি এই সাইট গুলো থেকে শুধু মাত্র ব্লগার নিয়ে আলোচনা করবো কারন হলো আপনি ব্লগার থেকে এডসেন্স এর মাধামে খুব সহজে অল্প পরিশ্রম করেই মোটামোটি একটা ইনকাম করতে পারবেন।তাই ব্লগার নিয়ে আমি একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি । এই সিরিজ টিউটোরিয়াল দেখে আপনি একটি সম্পুর্ন ওয়েব সাইট তৈরী করতে পারবেন এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।আজকে সিরিজ টিউটোরিয়ালের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি ।💚💚 আমি ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে একটি সম্পুর্ন ফ্রি ব্লগার ওয়েব সাইট তৈরী করবেন এবং সেখান থেকে কিভাবে ইনকাম করবেন।প্রথম পর্বে আমি দেখাবো কিভাবে একটি ওয়েব সাইট খুলবেন বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ।
ব্লগারে ওয়েব সাইট খুলার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন হবে না শুধু মাত্র একটা জিমেইল একাউন্ট থাকলেই আপনি ব্লগারে একটি ফ্রি ওয়েব সাইট খুলে ফেলতে পারবেন। ওয়েব সাইট খুলার জন্য এখান থেকে ব্লগারের ওয়েব সাইট এ প্রবেশ করুন। তার পর CREATE YOUR BLOG ক্লিক করুন।
তার পর আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে ok করুন এখন আপনার সামনে ঠিক নিচের চিত্রের মতো একটা অপশন চলে আসবে
এখন এই খানে আপনার ব্লগার প্রফাইল এর একটা নাম দিন এবং Blogger এ অবিরত রাখুন এই বাটন এ ক্লিক করুন। তার পর আপনার সামনে ঠিক নিচের চিত্রের মতো একটা অপশন চলে আসবে।
এখন আপনি নতুন ব্লগ তৈরী করুন এই বাটনে ক্লিক করুন । তার পর আপনার সাইট এর টাইটেল দিন এবং আপনার সাইট এর এড্রেস দিন মনে রাখবেন আপনার সাইট এর এড্রেস এর নাম অবশ্যই ইউনিক হতে হবে। তার পর নিচ থেকে যে কোন একটা থিম সিলেক্ট করে ব্লগ তৈরী করুন এই বাটনে ক্লিক করুন। নিচের চিত্র অনুসরন করুন
এখন আপনার সামনে নিচের চিত্রের মতো একটা পেজ দেখাবে। এখন কিন্তু আপনার ফ্রি ওয়েব সাইট টি তৈরী হয়ে গেছে ।
আজকের টিউটোরিল এখানেই শেষ করছি।আগামী পর্বে দেখাবো কিভাবে অন্য একটি থিম আপনার সাইটে আপলোড করবেন এবং আরও বেসিক কিছু কাজ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন ।
আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও দেওয়া হলো :-
No comments