ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করুন
বর্তমান বিশ্বে ইমেইল মানুষের জীবনের
একটি গুরুত্বপূর্ণ অংশ।অফিসের কাজে, ব্যবসায়িক প্রয়োজনে অথবা ব্যক্তিগত
কাজে ইমেইল বিশ্বব্যাপী ব্যাবহার হয়ে থাকে।ইমেইল সেবার মধ্যে সব চাইতে বেশী জনপ্রিয় হল গুগলের জিমেইল। আপনি যদি গুগলের জিমেইল
ব্যবহার কারী হয়ে থাকেন তাহলে জেনে নি কয়েকটি টিপস যা আপনাার দৈনন্দিন কাজে লাগবে।
ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করুন |
ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করুন
আপনি চাইলে অফলাইনে
থাকা অবস্থায়ও জিমেইল ব্যাবহার করতে পারবেন।সম্প্রতি অফলাইন এ জিমেইল ব্যাবহার করার জন্য জিমেইল
একটি নতুন ফিচার চালু করেছে আর এই ফিচার ব্যবহার করে আপনি অফলাইনে জিমেইল
ব্যবহার করতে পারবেন।এই ফিচারএ আপনি পাবেন মেইল পড়ার সংরক্ষণ করা, মুছে
ফেলা, লেখা ও পুরাতন মেইল খুজে বের করা।
জিমেইলের অফলাইন ফিচার ব্যবহার করার জন্য
ক্রোম ব্রাউজারের আপডেট ভার্সন প্রয়োজন হবে।ক্রোম ব্রাউজারের আপডেট ভার্সন এ এই
ফিচারটি রয়েছে যা আপনি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলেই আপনি অফলাইন এ জিমেইল
ব্যবহার করতে পারবেন।
যে ভাবে সেটআপ করবেন অফলাইন জিমেইল :-
১. প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি যদি আপডেট না থাকে তাহলে ব্রাউজারটি আপডেট করে নিন।
২. এর পর আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে জিমেইলে যান এবং সেখানে দেখতে পাবেন কোনায় সেটিংস একটি অপশন আছে সেখানে ক্লিক করুন। ( চিত্র :- ১ )
ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করুন ( চিত্র :- ১ ) |
৩. সেখানে দেখতে পারবেন অনেক অপশন আছে। সেখান থেকে অফলাইন নামের ফিচারটি তে ক্লিক করুন। ( চিত্র :- ২ )
ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করুন ( চিত্র :- ২ ) |
৪. এখন সর্বশেষ অফলাইন অপশনটি এনাবল করে দিন ব্যাস আপনার কাজ শেষ,এখন আপনি ব্যবহার করতে পারবেন অফলাইন মেইল।( চিত্র :- ৩ )
ইন্টারনেট ছাড়া জিমেইল ব্যবহার করুন ( চিত্র :- ৩ ) |
MD YAMIN entertainment bd
ReplyDelete