Header Ads

Header ADS

কিভাবে খুব সহজে একটা ইউটিউব চ্যানেল খুলবেন ।


আমি  ইউটিউব নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমার এই টিউটোরিয়াল গুলো শুধু মাত্র তাদের জন্য যারা ইউটিউবে একদমই নতুন এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান।আমি আপনাদের দেখাবো কিভাবে একটু কষ্ট করে খুব সহজে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়।


ইউটিউব এ কাজ শুরু করার পূর্বে জেনে নেই কি ভাবে ইউটিউব থেকে ইনকাম হয় এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে।ইউটিউব এ কাজ করার জন্য সর্ব প্রথম যে জিনিসটা প্রযোজন সেটা হলো একটা ইউটিউব চ্যানেল । প্রথমে ইউটিউবে একটা চ্যানেল খুলতে হবে খুলার পর চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। মনিটাইজেশন অন করার জন্যে লাগবে একটা গুগল হোস্টেট এডসেন্স একাউন্ট। এডসেন্স একাউন্টে চ্যানেল এড করার পর গুগল আপনার চ্যানেলে এড সো করাবে, তার পর মানুষ যখন আপনার ভিডিও দেখবে তখন তাদের সামনে গুগলের এড সো হবে যদি কেউ সেই এড এ ক্লিক করে তাহলে গুগল আপনাকে নির্দিষ্ট পরিমান কিছু ডলার দেবে মানুষ যত বেশি আপনার ভিডিও দেখবে এবং এড এ ক্লিক করবে আপনার তত বেশি পরিমান টাকা ইনকাম হবে সেই জন্য আপনাকে মান সম্পন্য ভিডিও তৈরী করতে হবে যেন মানুষ তা বেশি বেশি দেখে।আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখানোর চেষ্টা করবো।

  • কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় ।
  • কিভাবে ইউটিউব চ্যানেল কাষ্টমাইজ করতে হয় ।
  • কিভাবে ইউটিউব এ ভিডিও আপলোড করতে হয় ।
  • কিভাবে ট্যাগ,টাইটেল,ডিসক্রিপশন লিখতে হয়
  • কিভাবে ভিডিও এস ই ও করতে হয় ।
  • কিভাবে গুগল এডসেন্স একাউন্ট তৈরী করতে হয় ।
  • কিভাবে  এডসেন্স একাউন্টের সাথে ইউটিউব চ্যানেল এড করতে হয় ।

এই রকম আর ও অনেক খুটি নাটি বিষয় আছে যা আপনাদের আমি ধাপে ধাপে বুজানোর চেষ্টা করবো।যদি আরও কিছু জানার দরকার থাকে তাহলে আমার ফেইসবুক গুপ এ জয়েন্ট করতে পারেন  ফেইসবুক গ্রুপে আপনার সমস্যার কথা লিখে পোষ্ট করলে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। গ্রুপে জযেন্ট করার জন্য এখানে ক্লিক করুন


আজকে অনেক বেশি কথা হয়ে গেল যাই হোক চলুন শুরু করি কাজ । আজকে আমরা শিখবো কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়।ইউটিউব চ্যানেল খুলার জন্য লাগবে শুধু মাত্র একটা জিমেইল একাউন্ট।গত পর্বে দেখিয়ে ছিলাম কিভাবে একটা জিমেইল একাউন্ট খুলতে হয় যদি কারো জিমেইল একাউন্ট খুলতে সমস্যা হয় তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিন ( ভিডিওটা দেখতে এখানে ক্লিক করুন ) প্রথমে আপনি যে জিমেইল  একাউন্ট দিয়ে ইউটিউব একাউন্ট খুলতে চান ঐ জিমেইল একাউন্টে লগিন করুন তার পর আপনি ইউটিউব এর ওয়েবসাইট এ যাবেন।তার পর বাম পাশের কর্নারে দেখবেন আপনার জিমেইলের লগো আছে সেখানে ক্লিক করবেন।( নিচের চিত্র লক্ষ করুন )


সেখানে ক্লিক করার পর আপনি Creator Studio তে ক্লিক করুন তার পর সেখান থেকে Create a Channel এ ক্লিক করুন ( নিচের চিত্রের মতো )

Create a Channel এ ক্লিক করার পর আপনার সামনে নিচের চিত্রের মত একটা অপশন চলে আসবে।এখানে আপনার চ্যানেলের নাম লিখতে তে হবে আপনাকে এখানে যে নাম লিখবেন আপনি সেটাই হবে আপনার চ্যানেলের নাম ।চ্যানেলের নাম আপনি দুই ভাবে লিখতে পারবেন  (1) ডাবল নাম এবং (2)  সিঙ্গেল নাম।
আপনি যদি ডাবল নাম দিয়ে ইউটিউব চ্যানেল খুলতে চান  যেমন ধরুন আপনার চ্যানেলের নাম দিবেন ( Youtube Solution ) এই ভাবে দুই শব্দ ব্যাবহার করে সে ক্ষেত্রে আপনি(নিচের চিত্রের মতো ) প্রথম ঘরে Youtube এবং দ্বিতীয় ঘরে Solution লিখে Create Channel এ ক্লিক করবেন ব্যাস আপনার চ্যানেল তৈরী হয়ে যাবে।

 আর যদি আপনি সিঙ্গেল ভাবে চ্যানেলের নাম দিতে চান তাহলে Use a business or other name এই লেখাতে ক্লিক করুন তাহলে নিচের মতো করে অপশন আশবে।

এখন Brand Account Name এর ঘরে আপনার চ্যানেলের নাম লিখে Create বাটনে ক্লিক করুন আপনার চ্যানেল তৈরী হয়ে যাবে। আজকে আপনাদের দেখানো হলো কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় আমাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে ইউটিউব চ্যানেল কাষ্টমাইজ করতে হয়।আমার এই লেখা পড়ে যদি কারো বুজতে সমস্যা হয় তার জন্যে এই টিউটোরিয়ালটি সম্পুর্ন ভিডিও আকারে বানিয়েছি ভিডিও টি নিচে দেওয়া হলো:-




আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,কমেন্ট এন্ড শেয়ার করবেন।



সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল : All Youtube Solution
লাইক করুন আমার ফেইসবুক পেজ : MD Rubel Miah
জয়েন্ট করুন আমার ফেইসবুক গ্রুপ : All Youtube Solution

8 comments:

  1. লেখার জন্য আপনাকে ধন্যবাদ

    ReplyDelete
  2. আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। হেল্প কইরেন ভাই।

    ReplyDelete
    Replies
    1. অবশ্যই আপনি আমাদের কন্টাক্ট পেজ এ গিয়ে মেসেজ করুন

      Delete
  3. bai ami akta channel kolthe chaI.plz, help me.

    ReplyDelete

Powered by Blogger.