কিভাবে আপনার ইউটিউব চ্যানেল কাষ্টমাইজ করবেন।
কিভাবে আপনার ইউটিউব চ্যানেল কাষ্টমাইজ করবেন। |
আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল খুলতে সমস্যা হয় বা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখান ক্লিক থেকে দেখে নিতে পারেন আর যদি কোন সমস্যা না থাকে তাহলে চলুন আগে বাড়াই।আজকে আমরা শিখবো কিভাবে ইউটিউব চ্যানেল কাষ্টমাইজ করতে হয় ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনার চ্যানেলের লগো এবং চ্যানেল আর্ট আপলোড করে নিবেন এতে আপনার চ্যানেলের সুন্দর্য্য বেড়ে যাবে এবং আপনার Visitor রা দেখে আকৃষ্ট হবে। তার পর আপনার চ্যানেলে বিভিন্ন সোসিয়াল সাইট লিংক এড করে দিন যেমন :-Facebook,Google+,Website,Twitter Etc এতে আপনার চ্যানেলের এস. ই .ও ভালো হবে, এবং আপনার সাইট গুলাতে বিজিটার ও অনেক বাড়াবে।
কিভাবে সোসিয়াল সাইট লিংক এড করবেন :-
সোসিয়াল সাইট লিংক এড করার জন্য প্রথমে আপনাকে YOUTUBE এর বাম পাশে আপনার চ্যানেলের লগো
তে ক্লি করুন ক্লিক করার পর CREATOR STUDIO তে ক্লিক করুন নিচের মতো করে ( চিত্র 1 )
চিত্র 1.
CREATOR STUDIO তে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন VIEW CHANNEL এ নিচের মতো করে
( চিত্র 2 )
চিত্র 2.
VIEW CHANNEL ক্লিক করার পর আপনি ক্লিক করবেন COUSTOMIZE CHANNEL এ নিচের মতো করে
( চিত্র 3 )
চিত্র 3.
COUSTOMIZE CHANNEL ক্লিক করার পর আপনি ক্লিক করবেন About এ নিচের মতো করে
( চিত্র 4 )
চিত্র 4.
No comments